• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
কথা বলছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানে। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশংকা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। 

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ আমি এখানে দলের সভাপতি এবং একজন আইনজীবী হিসেবে আসি নাই। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনার আকুতি আপনারা দেখেছেন, আমিও আমার ভাইয়ের মনোনয়নপত্র বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। শফিউল আলম প্রধানের পুত্র এবং কন্যা হিসেবে আমরা দেশের জন্য একতাবদ্ধ আছি। 

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনে জাগপা’র প্রার্থী।

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতায় জাগপা মনোনীত প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পরে ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেই আপিলে আজ শনিবার প্রার্থিতা ফিরে পেলেন জাগপা নেতা রাশেদ প্রধান।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে