• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করায় অভিনন্দন ফারুকের

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পি.এম.
তারেক রহমান-লায়ন মো. ফারুক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপি'র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান। 

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

চেয়ারম্যান নির্বাচিত করায় তারেক রহমানকে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ন্যাশনাল লেবার পার্টির  মহাসচিব অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংগঠনিক সম্পাদক মো. মিলন, কেন্দ্রীয় সদস্য মো. আখতারুজ্জামান, মনিরুল ইসলাম খোকন ও মো. রবিউল ইসলাম।

ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ। ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি  নিয়ামুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মো. সাব্বির হোসেন প্রমুখ। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে