• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের ভোটে ক্ষমতায় এলে মানুষের ভাগ্য বদলাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ এ.এম.
গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে বক্তব্য দিচ্ছেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, দেশের শীতার্ত, খেটে খাওয়া ও সাধারণ মানুষের পাশে অতীতেও বিএনপি ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১২ টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনগণের ভোটে যদি আবার বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারা যেভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিল সেইভাবে মানুষের জন্য কাজ করবে  বিএনপি।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শীতের এই কঠিন সময়ে যারা খালি গায়ে কষ্ট পাচ্ছেন, ঠান্ডায় কাঁপছেন তাদের পাশে দাঁড়াতেই আমরা আজ এখানে এসেছি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশবাসী গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানের জন্যও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে