মিরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়িয়ারহাটের ধুনঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রা করা সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটিতে কাঠ বোঝাই ছিল। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসযাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশা থাকায় চালক সামনে থাকা ট্রাকটি দাঁড়িয়ে আছে বুঝতে পারেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/জা







