• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

খালেদা জিয়ার জীবন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পি.এম.
বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন থেকে দেশের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি শুধু নিজের বা দলের জন্য নয়, বরং পুরো জাতির কল্যাণের কথা ভেবেছেন।

তিনি বলেন, আজ আমাদের সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে এবং একই সঙ্গে তার কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করতে হবে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষায় আমরা সকলে ভূমিকা রাখতে পারি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মাল্টিপারপোস হলে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে জনগণ তাকে কতটা ভালোবাসত। জানাজার দৃশ্য দেখেই বোঝা গেছে, তিনি আসলে সারা জাতির নেত্রী ছিলেন। 

তিনি বলেন, খালেদা জিয়া কখনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে রাজনীতিতে আসেননি। দেশের ও জনগণের প্রয়োজনেই তাকে রাজনীতিতে আসতে হয়েছে। রাজপথে তিনি কষ্ট সহ্য করেছেন, সংগ্রাম করেছেন এবং জনগণের ভালোবাসার বিনিময়ে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে একজন ভদ্র নারীর জানাজায় এত বিপুল মানুষের উপস্থিতি খুবই বিরল। এটি আল্লাহর ইচ্ছায় প্রাপ্ত সম্মান, যা তিনি পেয়েছেন ন্যায় ও সত্যের পক্ষে আপসহীন থাকার কারণে।

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, বেগম রোকেয়ার আদর্শকে বাস্তব রূপ দিয়েছেন বেগম খালেদা জিয়া। মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে তিনি নারীদের এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছেন, যার সুফল আজকের সমাজে স্পষ্ট।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ছিল ত্যাগ ও বেদনাময়। অল্প বয়সে স্বামী হারানো, এক সন্তানকে হারানোর শোক এবং আরেক সন্তানের দীর্ঘ প্রবাস সব কিছুর মাঝেও তিনি দেশের প্রতি দায়বদ্ধতা দেশের প্রতি ভালোবাসা থেকে কখনো সরে আসেননি।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সম্মানের সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছেন, তেমনি খালেদা জিয়াও সম্মানের সঙ্গেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার সন্তান পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতে জনগণের কল্যাণে কাজ করবেন এবং জনগণও তাকে সেই অনুযায়ী মর্যাদা দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল ইসলাম খায়ের, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ সমতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে