• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘুষ লেনদেনের সময় দুদকের জালে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

যশোর প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পি.এম.
ঘুষ লেনদেনের সময় দুদকের জালে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ছবি: ভিওডি বাংলা

যশোরে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা খেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

বুধবার (৭ জানুয়ারি) দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

​দুদক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে দুদকের বিশেষ দলটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওত পেতে ছিল। ঘুষের টাকা লেনদেনের সময় তারা অভিযান চালিয়ে আশরাফুল আলমকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

​দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে,  ​অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ফাঁদ (Trap) মামলা পরিচালনা করা হয়েছে। আটককৃত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি অধিকতর তদন্ত করে বিভাগীয় ও আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য