• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি মালিক বিহীন অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য আটক করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া আমলা বাজার ব্রিজ নামক স্থানে এইচ আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭ শ' ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

অপরদিকে কুষ্টিয়া ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১ শ ৪ বোতল সিনা এ্যালকোহল ও ১২ শ' প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৪০ লাখ টাকা।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া- ৪৭ বিজিবি'র অধিনায়ক রাসেল কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে