• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপিতে আসিফ মাহমুদের কার্যপরিধি জানিয়ে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়েই তিনি মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসিফ মাহমুদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

দলের আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে নিম্নোক্ত সেল ও সাংগঠনিক ইউনিটসমূহ আসিফ মাহমুদের কার্যপরিধির আওতাভুক্ত থাকবে—

১. মিডিয়া সেল
২. প্রচার ও প্রকাশনা সেল
৩. ব্র্যান্ডিং সেল
৪. দপ্তর সেল
৫. জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল
৬. রিসার্চ ও পলিসি সেল
৭. ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)

ভিওডি বাংলা/এস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন