• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘদিন আড়ালে থাকার পর রিয়ার হঠাৎ আবির্ভাব

বিনোদন ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পি.এম.
রিয়া চৌধুরী। সংগৃহীত ছবি

নব্বই দশকের আলোচিত মডেল ও নৃত্যশিল্পী রিয়া চৌধুরী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে মিডিয়ার আড়ালে ছিলেন। শুধু দেশীয় গণমাধ্যম থেকেই নয়, দীর্ঘ সময় তিনি ছিলেন দেশের বাইরেও। একসময় তাকে প্রায় হারিয়েই ফেলেছিলেন ভক্ত ও সহকর্মীরা—কারণ দীর্ঘদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অবশেষে সেই নীরবতা ভেঙে সম্প্রতি স্বল্প সময়ের সফরে বাংলাদেশে এসেছেন রিয়া চৌধুরী। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন রিয়া। তার আগে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন তিনি। ঢাকায় অবস্থানকালে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে মিডিয়ার ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন এই তারকা। 

ঘনিষ্ঠজনদের নিয়ে আড্ডায় রিয়া চৌধুরী।

ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আগমন উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা।

তিনি বলেন, “আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।”

উল্লেখ্য, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। একই সময়ে তিনি দেশের অন্যতম ব্যস্ত নৃত্যশিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই জনপ্রিয় মডেল।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি