• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের সিদ্ধান্তকে আফ্রিদির সমর্থন

স্পোর্টস ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পি.এম.
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি -ছবি: সংগৃহীত

নিরাপত্তা সংকটের অজুহাতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির মারপ্যাঁচে ফেলে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্যই এক ‘লজ্জাজনক’ ঘটনা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ সঠিক’ বলে মন্তব্য করেছেন। আফ্রিদি বলেন, “মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির খেলায় টুর্নামেন্ট থেকে সরানো ক্রিকেট বিশ্বের জন্য লজ্জাজনক। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা সাহসী এবং সঠিক।”

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। 

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় হওয়ায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। এ প্রসঙ্গে আফ্রিদি সরাসরি আইসিসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন,‘আইসিসিতে অনেক বিচক্ষণ মানুষ রয়েছেন। তাদের মনে রাখা উচিত, এটি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

সাবেক এই পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ক্রিকেটকে যদি সঠিকভাবে টিকিয়ে রাখতে হয়, তবে আইসিসিকে ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ