• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল বা অকার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেয়া হয়। আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েক দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব। এতদিন এই পেজটি মূলত এডমিনরা পরিচালনা করতেন। হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান