• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশত্বকে জাগ্রত করেছেন

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পি.এম.
ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  বেগম খালেদা জিয়া বাংলাদেশের দেশত্ব ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁ থানায় বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান জাতিকে পতাকা ও মানচিত্র উপহার দিয়েছেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার পথে কাজ শুরু করেছিলেন। আধিপত্যবাদী শক্তি থেকে দেশকে মুক্ত করতে চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া।

হাবিবুর রশিদ হাবিব বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। এ সংগ্রামে তিনি স্বামী হারিয়েছেন, পরিবার ভেঙেছেন, মামলা ও অসুস্থতার কষ্ট সহ্য করেছেন, শেষ পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবেন। আগামী বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক রাষ্ট্রের মালিকানা ও উন্নয়নের অংশীদার হবে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে