টপ নিউজ
হাদি হ/ত্যা/র বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পি.এম.

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর ইনসাফ কর্মসূচি।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হওয়া এই বিক্ষোভে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় শোনা যায়, “তুমি কে আমি কে, হাদি হাদি”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা”, “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে” সহ নানা দাবি ও সমর্থনমূলক স্লোগান।





