• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম

সার্ভিস এন্ড সলিউশন আইটি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ পি.এম.
কুড়িগ্রামে সার্ভিস এন্ড সলিউশন আইটি'র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে সার্ভিস এন্ড সলিউশন আইটি'র উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

সার্ভিস এন্ড সলিউশন আইটি'র চেয়ারম্যান আরিফ বিন খন্দকার'র অর্থায়নে এবং প্রতিষ্ঠানটির আয়োজনে রবিবার (০৪ জানুয়ারী) দুপুরের দিকে পৌরসভার কৃষ্ণপুর গড়েরপাড় আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজস্ব অফিসে দুঃস্থ ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব এসএম আবু হানিফ বিপ্লব। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, সদর উপজেলা বিএনপি'র সদস্য রায়হান কবীর সহ সার্ভিস এন্ড সলিউশন আইটি অফিসের কর্মচারীবৃন্দ। 

কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বলেন, এত ঠান্ডায় থাকা যায় না খুব কষ্টে আছি, এই প্রতিষ্ঠান আজকে আমাদের কম্বল দিলো আমরা অনেক খুশি। এই কম্বল গায়ে দিয়ে থাকবো ঠান্ডা কিছুটা কম লাগবে। কম্বল দেওয়ার জন্য দোয়া করি। 

এ বিষয়ে সার্ভিস এন্ড সলিউশন আইটি'র চেয়ারম্যান আরিফ বিন খন্দকার জানান, "ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।"

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা