নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে: মাহাদী আমিন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে বলে জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
রোববার (৪ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির গঠিত নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্য মাহাদী আমিন।
মাহাদী আমিন বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, দলের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের ক্ষমতা নিশ্চিত হবে, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে।
মাহাদী আমিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই লক্ষ্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিএনপি বিশ্বাস করে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের ক্ষমতায়ন সম্ভব এবং এমন একটি সরকার গঠিত হবে, যারা প্রকৃত অর্থে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠান হামলা, মামলা ও বন্ধের মুখে পড়েছে। অনেক ক্ষেত্রে সত্য প্রকাশে বাধার সম্মুখীন হতে হয়েছে।
মাহাদী আমিন বলেন, বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশে সংবাদকর্মীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে। ভবিষ্যতে গঠিত সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে দলটি বিশ্বাস করে।
নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বৈঠকে দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের জন্য পৃথক পৃথক টিম ও দায়িত্ব নির্ধারণের কাজ চলমান রয়েছে। শিগগিরই এসব টিম ও তাদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রয়োজন অনুযায়ী সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিং ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এ লক্ষ্যে গুলশানে বিএনপির বিদ্যমান কার্যালয় ও পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি একটি নতুন অফিস চালু করা হয়েছে, যেখান থেকে নির্বাচনসংক্রান্ত তথ্য নিয়মিতভাবে গণমাধ্যমকে জানানো হবে।
ভিওডি বাংলা/ এমএম







