• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আঞ্জুমান আরা অটিস্টিক বিদ্যালয়

শীতার্ত প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের সীতারকোটে অবস্থিত আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসেনের পক্ষ থেকে শীতার্ত প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ। 

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ রাশেদ বিপ্লব এর সভাপতিত্বে (০৪ জানুয়ারি) রবিবার সকাল ১১ টায় কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুনতাসীর মাহফুজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক সাইদুর রহমান, আলিফ লাইলাক সুমনা,শাহ আলম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী মাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে