• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরা

চারটি আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ১৯

সাতক্ষীরা প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
মনোনয়নপত্র যাচাই। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলশ্রুতিতে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে থেকে বিকাল পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার আফরোজা আখতার।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটির কারণে সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম মুজিবুর রহান ওরফে সরদার মুজিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বৈধপ্রার্থীরা হলেন, মোঃ ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মোঃ ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জিয়াউর রহমান (জাতীয় পার্টি), মোঃ হাবিবুল ইসলাম হাবিব (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ও শেখ মোঃ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সাতক্ষীরা-২ আসনে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত জাতীয় পার্টির নমিনেশন প্রাপ্তির কপি না থাকায় শেখ মাতলুব হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বৈধপ্রার্থীরা হলেন, মুহাম্মদ আব্দুল খালেক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আব্দুর রউফ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মোঃ আশরাফুজ্জামান (জাতীয় পার্টি), জিএম সালাউদ্দীন (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি), মোঃ ইদ্রিশ আলী (বাংলাদেশ জাসদ), মুফতি রবিউল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শফিকুল ইসলাম সাহেদ (লিবারেল ডেমোক্রেটিক পাটি-এলডিপি)।

সাতক্ষীরা-৩ আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটির থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী), আসলাম আল মেহেদী, মো: আসাফউদ্দৌলা খান ও হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বৈধ প্রার্থীরা হলেন, হাফেজ মুহাঃ রবিউল বাসার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আলিফ হোসেন (জাতীয় পার্টি), কাজী আলাউদ্দীন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ও রুবেল হোসেন (বাংলাদেশ মাইনরটি জনতা পার্টি-বিএমজেপি)

এছাড়া সাতক্ষীরা-৪ আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী), জাতীয় পার্টির বৈধ মনোনয়নপত্র না থাকায় হুসেইন মো: মায়াজ, ঋণখেলাপী হওয়ায় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা ও বিদ্যু বিল খেলাপী হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো: আব্দুর রশিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বৈধপ্রার্থীরা হলেন, জিএম নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ মনিরুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ও এসএম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়পত্র বাতিল ঘোষণা করা প্রার্থীরা আপীল করতে পারবেন। বাকী ১৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা