দুর্নীতির বিরুদ্ধে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি: রবিউল

দুর্নীতি রোধে বিএনপি নীতিগতভাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা-১০ আসনের মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।
তিনি বলেন, দুর্নীতির কারণেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, উন্নয়ন টেকসই হচ্ছে না এবং উন্নয়ন প্রকল্পে ব্যাপক অপচয় হচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর জিগাতলার দোপাপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রবিউল বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে আবাসিক এলাকায় পাইপলাইনের গ্যাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। রাষ্ট্র চায় শিল্প খাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক এবং আবাসিকে মানুষ সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হোক। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যমান আবাসিক গ্যাস সংযোগগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য কোনো প্রকল্প বা বরাদ্দ না থাকায় সেগুলো জরাজীর্ণ ও কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি বলেন, তিতাস কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও একই উত্তর পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ খাতে কোনো বরাদ্দ নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত সরকার গঠিত হলে বিদ্যমান গ্যাস সংযোগগুলো সচল রাখতে প্রয়োজনীয় প্রকল্প ও অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
রবিউল আলম বলেন, বিএনপি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সমান গুরুত্ব দেয়। মসজিদসহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়ভাবে উদ্যোগ নিলে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, জিডিপির তুলনায় দেশে রাজস্ব আদায় খুবই কম, তার বড় কারণ দুর্নীতি। রাজস্ব ও উন্নয়ন খাতে লুটপাটের ফলে বাজেট ঘাটতি তৈরি হয় এবং দেশকে অনুদান ও ঋণের ওপর নির্ভর করতে হয়। বিএনপির ৩১ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক খাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, রাজনীতির নামে জনগণের ওপর চাপ প্রয়োগ, কর্তৃত্ববাদ বা সুবিধাবাদী আচরণ বিএনপি কোনোভাবেই মেনে নেবে না। রাজনীতিবিদরা জনগণের সেবক, রাষ্ট্রের মালিক জনগণ এই নীতিতেই বিএনপি রাজনীতি করতে চায়।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে রবিউল বলেন, দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপে একটি সংকটময় সময় পার করছে। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে। তিনি দাবি করেন, বিএনপি ছাড়া এই সংকটে রাষ্ট্র ব্যবস্থাপনার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে তিনি তাদের প্রত্যাশা ও সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অতীতের চেয়ে আরও বেশি সক্রিয় হবেন।
ভিওডি বাংলা/ এমএইচ







