ময়মনসিংহ-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন দফায় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করা এবং সম্পদের বিবরণী না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। একই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. শরিফুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
বৈধ মনোনয়নপ্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন—
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মো. ফজলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, এবং বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মনোনীত প্রার্থী গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ







