• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক    ৩ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পি.এম.
অভিনেতা জায়েদ খান। সংগৃহীত ছবি

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’–এর একটি শো উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। এবার সেই গণমাধ্যমের ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

‘ঠিকানা’র প্ল্যাটফর্মেই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো দিয়ে উপস্থাপক হিসেবে ব্যাপক সাড়া ফেলেন তিনি। তার উপস্থাপনায় শোটির প্রথম সিজন দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি পর্বে বাংলাদেশের শীর্ষ তারকারা অতিথি হিসেবে অংশ নেন। ডিজিটাল প্ল্যাটফর্মে শোটির ভিডিওগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।

রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শোটি ৫ কোটির বেশি ভিউ পেয়েছে। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “ভিউয়ের সংখ্যা বড় বিষয় নয়। দর্শকদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হওয়াকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ঠিকানা নিউজে সামনে আরও বড় চমক থাকছে। সে কারণেই এই দায়িত্ব গ্রহণ করেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। পরবর্তীতে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। দেশে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখান থেকেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি