• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৮ জন গ্রেপ্তার

   ৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পি.এম.
গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারদের মধ্যে শেরেবাংলা নগর থানা পুলিশ ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন এবং রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে।

শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এ সময় নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মিরপুর মডেল থানা পুলিশ একই দিনে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা