• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‌‘এসো মিলি আনন্দে স্মৃতির বন্ধনে’

এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পি.এম.
এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলা। ছবি: ভিওডি বাংলা

‘এসো মিলি আনন্দে স্মৃতির বন্ধনে’ এবং ‘এবাঁধন যাবে না ছিঁড়ে’—এই হৃদয়ছোঁয়া প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী বাণীগ্রাম–সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৯ ব্যাচের মিলন মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মিলন মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিনদিনব্যাপী রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান সূচিত হয়।

অনুষ্ঠানসূচির অংশ হিসেবে দেশাত্মবোধক গান, শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক আয়োজন উপস্থিত সবার মাঝে আনন্দ ও আবেগ ছড়িয়ে দেয়।

মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাদেরুজ্জমান চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাক্তন প্রধান শিক্ষক বাবু হৃষিকেশ ভট্টচার্য্য, মাস্টার নুরুল কাদের, মাস্টার ইলিয়াস হোসাইনসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন—খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, দিলক আইচ, মোঃ ঈশা খান লিপু, নিলয় বিশ্বাস, আবু জোবায়ের, মোঃ শাহরিয়ার রিয়াজ, মোহাম্মদ আলমগীর খান ও মোঃ ইলিয়াস।

উৎসবমুখর এই মিলন মেলায় এসএসসি ’৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে কুশল বিনিময়, স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করেন। বিদ্যালয় জীবনের নানান স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক আবেগঘন আনন্দঘন মুহূর্তে।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে