• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ : হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পি.এম.
আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রশাসনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (৩ জানুয়ারি) নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপ এলাকা। এখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়েও তারা উদ্বিগ্ন। তিনি বলেন, নির্বাচনের আগে চিরুনি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার না করা হলে ভোটে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও অভিযোগ করেন, পলাতক স্বৈরাচারদের দোসর হিসেবে জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসব দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আসছে এনসিপি। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪৭ জন দলীয় ও ১৫ জন স্বতন্ত্র প্রার্থী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের