• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের বিদেশি চাপ নেই; বরং বাংলাদেশ নিজের উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সময় সংক্ষিপ্ত। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে। তাই নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।” তিনি আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখবে, তা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই। এ মামলায় জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।

তিনি জানান, সংশ্লিষ্টরা ভারতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়া গেলেও তারা কোথায় আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো নেই। নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ভারত সরকারকে তাদের ধরার বিষয়ে জানানো হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার নির্দিষ্ট সময় বেঁধে হয় না। তবে সরকার আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের