• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী

হাদি হত্যার বিচার দাবিতে গ্রাফিতি ও দেয়াল অংকন

ফেনী প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
হাদি হত্যার বিচার দাবিতে ফেনীতে গ্রাফিতি ও দেয়াল অংকন। ছবি: ভিওডি বাংলা

হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনী শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি ও দেয়াল অংকন কর্মসূচি পালন করেছে সচেতন ছাত্র-যুব সমাজ।

শনিবার (৩ তারিখ) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী সরকারি কলেজ সংলগ্ন নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরির সামনের ফ্রন্টসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল ও জনসমাগমপূর্ণ এলাকায় “হাদির হত্যার বিচার চাই”, “খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে”, “ন্যায়বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানানো হয়। এ সময় ফেনী সরকারি কলেজের সামনেও হাদি হত্যার প্রতিবাদে গ্রাফিতি অংকন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন অগ্রনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাঁর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা।

গ্রাফিতি অংকন কর্মসূচিতে সহযোগিতা করেন—ফেনী জেলার জাতীয় ছাত্র শক্তি সংগঠক সোহরাব হোসেন, ফেনী সরকারি কলেজ ছাত্রী সংস্থার ফাতিমা আইমান রুহি, নিরাপদ সড়ক আন্দোলন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরাইম, ফেনী ভলান্টিয়ার সার্কেল এর সাংগঠনিক সম্পাদক উর্মি, ফেনী স্কিল ক্লাব এর মডারেটর জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও রিতু আক্তার, নুসরাত রুবাইয়া, অন্তরা আক্তার, মোহাম্মদ মুমিনুল, সাইফ, নিগার, মিশু ও তাহসিফ তামিম।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সোহরাব হোসেন বলেন, হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি হাদির অসমাপ্ত রেখে যাওয়া কাজগুলো নতুন রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথে থাকার ঘোষণা দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা