• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফাওজুল কবির

ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য

   ৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাকে আবার বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে নিরাপদ ই-রিকশার পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সবাইকে এক টেবিলে আনা না হলে ঢাকা কখনো নিরাপদ শহর হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

ফাওজুল কবির খান বলেন, সরকার ঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর ই-রিকশা চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি, প্রশিক্ষণপ্রাপ্ত চালক এবং নির্দিষ্ট এলাকায় চলাচল নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, “আগে মন্ত্রণালয় আর সিটি করপোরেশন আলাদাভাবে কাজ করত, ডান হাত কি করছে, বাম হাত জানত না। এবার সবাই একসঙ্গে কাজ করছি।” ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একবার তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি অপ্রশিক্ষিত ই-রিকশার মুখোমুখি হন, যা সড়ক নিরাপত্তার জন্য ডিজাইন ও প্রশিক্ষণের গুরুত্ব বোঝায়।

উপদেষ্টা বলেন, “পুরনো সমাধান দিয়ে নতুন সংকট সামলানো যাবে না। নতুন চিন্তা ও প্রযুক্তি ব্যবহার করে যাত্রী, পথচারী ও চালক সবার জন্য ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি