• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায়

বিজিবি'র অভিযানে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পি.এম.
বিজিবি'র অভিযানে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার।ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া দৌলতপুরে গত ১ জানুয়ারি কুষ্টিয়া ৪৭ বিজিবি'র অভিযানে দুই টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চরচিলমারি বিওপির এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, আকন্দপাড়া মাঠ নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদের ভিত্তিতে। অভিযান চালিয়ে সন্দেহভাজন মোঃ মনিরুল ইসলাম, পিতা-মোঃ মহসিন আলী, গ্রাম-মরারচর‌ কে ধাওয়া করলে সে তার সাথে থাকা ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। 

পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাসেল কামাল রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে