• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ সেটিংস চালুতে মিলবে ফেসবুক মনিটাইজেশন

ভিওডি বাংলা ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন প্রক্রিয়া আরও সহজ করেছে। প্ল্যাটফর্মটির সর্বশেষ আপডেট অনুযায়ী, মাত্র তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস চালু করলেই খুব অল্প সময়ের মধ্যেই আয় করার সুযোগ পাওয়া যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় আগের মতো জটিল শর্ত ও দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই ৫ থেকে ৭ দিনের মধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করা সম্ভব হচ্ছে।

নতুন আপডেটে বিশেষভাবে সুবিধা পাচ্ছেন নতুন অ্যাকাউন্টধারী ও ছোট কনটেন্ট ক্রিয়েটররা। আগে যেখানে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার, ভিউ ও ওয়াচটাইমের কঠোর শর্ত পূরণ করতে হতো, এখন সেখানে ফেসবুক ব্যবহারকারীর কার্যক্রম, কনটেন্টের মান ও এনগেজমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে।

ফেসবুকে মনিটাইজেশন চালু করতে যে তিনটি সেটিংস সক্রিয় করতে হবে, তা হলো-

প্রথমত, প্রোফেশনাল মোড চালু করা, যাতে অ্যাকাউন্টটি ক্রিয়েটর প্রোফাইলে রূপান্তর হয়।

দ্বিতীয়ত, মনিটাইজেশন স্ট্যাটাস অন করা, যাতে ফেসবুক সিস্টেম আপনার অ্যাকাউন্টকে আয়যোগ্য হিসেবে বিবেচনা করে।

তৃতীয়ত, পাবলিক অডিয়েন্স ও কনটেন্ট শেয়ারিং অপশন চালু রাখা, যাতে পোস্ট ও ভিডিও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে।

এই সেটিংসগুলো সম্পন্ন করার পর ফেসবুকের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে কনটেন্টকে বেশি রিচ দিতে শুরু করে। ফলে ভিডিও বা পোস্ট দ্রুত বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছায় এবং এনগেজমেন্ট বাড়ে। এতে মনিটাইজেশনের শর্ত পূরণ সহজ হয়ে যায়।

ফেসবুকের টেকনিক্যাল টিম জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালুর পর নিয়মিত কনটেন্ট আপলোডকারী অনেক ক্রিয়েটর আগের তুলনায় দ্রুত আয় শুরু করতে পেরেছেন। ফলে তরুণদের মধ্যে কনটেন্ট তৈরির আগ্রহ বাড়ছে এবং সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখার প্রবণতাও বাড়ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে