• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পি.এম.
নেতাকর্মীরা জিয়া উদ্যানে সদ্যপ্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন-ছবি-ভিওডি বাংলা

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকার জিয়া উদ্যানে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানারে কবর জিয়ারতে আসতে শুরু করেছেন।

খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা ইতিমধ্যে কবর জিয়ারত সম্পন্ন করেছেন। কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকলেও পরে পুনরায় উন্মুক্ত করা হয়।

মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি বলেন, “আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।” গেন্ডারিয়া থেকে আসা মুজিবুল হক তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন এবং নেত্রীর আত্মার শান্তি কামনা করেন।

জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাসে নেতাকর্মীরা ছোট ছোট মিছিলের মাধ্যমে কবর জিয়ারতে প্রবেশ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সেখানে দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি জানান, “নেত্রীর বিদায় জানাতে গতকালও চেষ্টা করেছিলাম, সুযোগ হয়নি। আজ সকালে এসে কবর জিয়ারত করেছি। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।”

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

কবর জিয়ারতের মাধ্যমে নেতাকর্মীরা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে