• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পি.এম.
ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকায় ফ্লাইট ওঠানামা বিলম্ব -ছবি-ভিওডি বাংলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। আজ (২ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পরিচালিত হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কোনো ফ্লাইট বাতিল হয়নি বা অন্য বিমানবন্দরে পাঠানো হয়নি।

ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। যাত্রীদের আনা-নেওয়ার গাড়ি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে, যার প্রভাব পড়েছে মূল সড়কে। এতে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয়েছে এবং বাইরের সড়কেও গতি ধীর হয়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরের এই বিলম্ব মূলত ‘অপারেশনাল ডিলে’-র কারণে ঘটেছে। যাত্রীদের নিরাপদ ও সময়মতো যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি