• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরে রেজিস্ট্রি অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ড

যশোর প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ এ.এম.
রেকর্ডরুমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা-ছবি-ভিওডি বাংলা

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনশ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ অমূল্য ঐতিহাসিক দলিলপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, ভবনের প্রধান গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে তখন আগুন জ্বলছিল। সেখানে কোনো কর্মচারী উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে রেকর্ডরুমে সংরক্ষিত বহু পুরনো ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের দুইটি কক্ষে রাখা বহু দলিল ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন বলেন, এই রেকর্ডরুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত ছিল। এগুলো ছিল জেলার ইতিহাসের মূল্যবান দলিল।

এদিকে যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, ভবনের গেটে সব সময় তালা দেওয়া থাকে এবং হিরা নামে একজন নৈশ প্রহরী সেখানে দায়িত্ব পালন করেন। কিন্তু আগুন লাগার সময় তাকে সেখানে পাওয়া যায়নি, যা রহস্য তৈরি করেছে।

রেজিস্ট্রি অফিসের একটি সূত্র দাবি করেছে, ভবনটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম। তাই এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই সূত্রের মতে, নৈশ প্রহরী হিরা, সাইফুল ও মিলন নামে তিন কর্মীর আচরণ সন্দেহজনক। পুলিশ প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের