• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় তারেক রহমানের আসনে প্রার্থী হলেন নাসিম

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পি.এম.
কামরুল হাসান নাসিম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনের কাঁঠাল প্রতীকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-ডা. মতিন অংশ) নেতা কামরুল হাসান নাসিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে লড়বেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নাসিম নিজেই বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-১৭ আসনে অন্তর্ভুক্ত এলাকা হলো গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট, যা রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। শুরুতে বিএনপির মিত্র দল জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রার্থী হবেন বলে গুঞ্জন ওঠে, তবে শেষ মুহূর্তে তারেক রহমান প্রার্থী হন। পার্থ পরে তার নিজ এলাকা ভোলা-১ থেকে মনোনয়ন জমা দেন।

বাংলাদেশ জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ২৮ নম্বরে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহমেদ জয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্ব সামলাচ্ছেন তারেক রহমান, যার কারণে তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান জনসংযোগ শুরু করেছিলেন। এবার নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে নাসিমের নাম এসেছে।

এ পর্যন্ত ঢাকা-১৭ আসন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে জমা দিয়েছেন ১৭ জন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন- জাতীয় পার্টি (আনিসুল-মঞ্জু) জোট থেকে জহির রায়হানের ছেলে তপু রায়হান, কামরুল হাসান নাসিম ও আরও ১৩ জন। তবে তারা রাজনৈতিক অঙ্গনে খুব পরিচিত নন।

কামরুল হাসান নাসিম বিভিন্ন সময়ে রাজনীতিতে আলোচিত হয়েছেন। তিনি ‘গড়বো বাংলাদেশ’ নামের একটি সংগঠনের স্থপতি ও মুখপাত্র ছিলেন। ২০১৫ সালে ‘আসল বিএনপি’ প্ল্যাটফর্ম নিয়ে পুনর্গঠন চেয়েছিলেন, যা তখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছিল।

নাসিম প্রার্থী হওয়ার বিষয়ে বলেন, “বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃতভাবে সামনে আনা হয়নি। তবে ঢাকা-১৭ আমার পরিচিত এলাকা। এখানকার বাসিন্দাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আশা করি নির্বাচনে ভালো করতে সক্ষম হবো।”

ঢাকা-১৭ আসনে আরেক পরিচিত মুখ ছিলেন তাজনূভা জাবীন, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। তবে এবার তিনি নির্বাচনে লড়ছেন না।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন