• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
আইনজীবী নাঈম কিবরিয়া। ছবি-সংগৃহীত

রাজধানীর ভাটারায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘বুধবার (৩১ ডিসেম্বর) রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সেখানে অজ্ঞাতনামা মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতনামা যুবকেরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে উপর্যুপরি মারপিট করে রাস্তায় ফেলে রেখে যান। খবর পেয়ে সেখান থেকে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘নাঈম কিবরিয়া পাবনা জজ কোর্টের আইনজীবী ১০ দিন আগে পূর্বাচল আমার বাসায় আসে নাঈম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিল; সেই মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও জামিন বিষয়ে তার ঢাকায় এসেছিল।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি