• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের ঐতিহাসিক বিদায়ে রাষ্ট্র ও জনগণকে ধন্যবাদ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।

পোস্টে তিনি বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে গভীর শোকের মুহূর্ত, যেখানে তিনি তার মায়ের শেষ বিদায় জানাতে পেরেছেন দেশের মানুষের সম্মান, ভালোবাসা ও সহযোগিতায়।

তারেক রহমান লেখেন, “গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে এটি সম্ভব হয়েছে, তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।”

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতি। তার ভাষায়, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং লাখো মানুষকে নিরাপদে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

তিনি আরও ধন্যবাদ জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের-পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনসহ সংশ্লিষ্ট সকলকে। তাদের ধৈর্য, সততা ও দায়িত্বশীলতার কারণে বিপুলসংখ্যক মানুষ নিরাপদে সমবেত হতে পেরেছেন বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, তাদের সতর্কতা ও নীরব দায়িত্ব পালনের কারণেই দিনটি নির্বিঘ্ন ও নিরাপদ ছিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সমন্বিত উদ্যোগের কারণে পরিবার ও জনগণ শান্তিপূর্ণভাবে শোক প্রকাশের সুযোগ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টায় বিদেশি প্রতিনিধিরা উপস্থিত হয়ে সরাসরি সমবেদনা জানাতে পেরেছেন, যা খালেদা জিয়ার আন্তর্জাতিক মর্যাদার প্রতিফলন।

সংবাদকর্মীদের ভূমিকার কথাও তিনি বিশেষভাবে তুলে ধরেন। প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশ-বিদেশের সাংবাদিকরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠান কভার করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন বলে তিনি ধন্যবাদ জানান।

সবশেষে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতা পরিবারটির জন্য বড় মানসিক সমর্থন ছিল।

তিনি লেখেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সহমর্মিতা ও দায়িত্ববোধ আমাদের হৃদয় স্পর্শ করেছে। আলহামদুলিল্লাহ।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে