• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
আফগানিস্তান ক্রিকেট দল। সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ্বকাপের জন্য ঘোষিত এই স্কোয়াড দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তারকা অলরাউন্ডার রশিদ খান। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। পাশাপাশি বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল এবং উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

এবারের দলে চমক হিসেবে রয়েছেন তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাই। এছাড়া সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজে না থাকলেও বিশ্বকাপ বিবেচনায় অভিজ্ঞ পেসার ফজল হক ফারুকিকেও দলে রাখা হয়েছে।

বিশ্বকাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে এই দলকেই পূর্ণ শক্তির স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ