• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সম্মানে ব্রিটিশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
ঢাকার ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত রাখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় পতাকা-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এক বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, “আমাদের ভাবনা তার পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।”

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এ উপলক্ষে বুধবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”