• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পি.এম.
রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর তিনি কবর খননের কার্যক্রম ও প্রস্তুতির সার্বিক পরিস্থিতি দেখতে যান। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৯টার পর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়। মরদেহ বহনকারী গাড়িটি লাল-সবুজ পতাকা মোড়ানো অবস্থায় গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। গাড়িটি সকাল ৮টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে গুলশান-২ এর উদ্দেশে রওনা হয় এবং ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশে পৌঁছায়।

খালেদা জিয়ার মরদেহ কিছু সময় তারেক রহমানের বাসায় রাখা হবে। এরপর তা জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরদেহে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক মহল, দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রধানমন্ত্রী হিসেবে অবদান এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে নেতৃত্বের জন্য তিনি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। এই মুহূর্তে নিরাপত্তা এবং শোকসন্তপ্ত জনতার সুষ্ঠু পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কবর স্থানের পরিদর্শন এবং রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে জানাজার আয়োজন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ন প্রক্রিয়া হিসেবে চলছে। সবই তত্ত্বাবধানে রাখা হচ্ছে যাতে রাষ্ট্রীয় মর্যাদা এবং সামাজিক শান্তি বজায় থাকে।

খালেদা জিয়ার মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করতে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। এই কার্যক্রম দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”