• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বুধবার বাদ জোহর জানাজা

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফনের পরিকল্পনা করছে বিএনপি। দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। লাশ আজ এভারকেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করার পরপরই বিএনপির নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

দলীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন