• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসীরুদ্দীন পাটওয়ারী

আমাদের জোট সরকার গঠন করবে

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের পরিবর্তে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আসন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি।

তবে শেষ মুহূর্তে ঢাকা-৮ আসন বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঢাকা-১৮ আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের এই ১১-দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা-৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

শেষ মুহূর্তে ঢাকা-৮ আসন বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি ঢাকা-১৮ আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের এই ১১-দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা-৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এই জোটটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ‘কৌশলগত ঐক্য’।”

তিনি আরও বলেন, ‘আমি এখানে শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট— মানুষকে নিরাপদ রাখা, ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা এবং দেশ থেকে দুর্নীতি দূর করা। ইনশাআল্লাহ, আমাদের জোট সরকার গঠন করবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা