• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংবাদ সম্মেলনে অভিযোগ

সন্ত্রাসীদের দাপটে গ্রামছাড়া বিএনপি নেতা

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পি.এম.
সন্ত্রাসীদের দাপটে গ্রামছাড়া বিএনপি নেতা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সন্ত্রাসী আরিফ বাহিনীর নির্যাতনে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ হাসান কাজলসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ গ্রামছাড়া হয়েছেন, এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর একটি জাতীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে মুচিদহ, শায়েস্তাপুর ও গাবলা এলাকার নির্যাতিত জনগণের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহামুদ হাসান কাজল বলেন, আরিফ খান, হাবিব মেম্বার, লিটু খান, সেলিম শিকদার, রিপন শেখসহ তাদের বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, হামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। একাধিক মামলার পরও অভিযুক্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে চলাফেরা করছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, “আমি বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েও এলাকায় যেতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমতাবস্থায় আমার কোনো ক্ষতি হলে বা আমি নিহত হলে, এর দায় আরিফ খানের বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নিতে হবে।”

অন্যান্য ভুক্তভোগীরা বলেন, সন্ত্রাসী বাহিনী তাদের বাড়িঘর ভাঙচুর করে আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে। এমনকি গবাদিপশুও নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে তারা বাড়িঘর ছাড়া অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তারা নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আরিফ খান বলেন, কয়েক মাস আগে তার ভাই আমজাদ খান হত্যার ঘটনায় মাহামুদ হাসান কাজল আসামি। ওই মামলা থেকে বাঁচতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ