• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনের নেতৃত্বে সালাম-ডোনার

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পি.এম.
সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দেবেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ আসনের নির্বাচনী কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নেতৃত্ব প্রদান করবেন।

সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভিওডি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই নেতৃত্বের মাধ্যমে ঢাকা-১৭ আসনে দলীয় অবস্থান আরও শক্তিশালী ও সুসংহত হবে।

সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন চৌধুরীর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অন্যদিকে, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটারিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন তার নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দেওয়া প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে