• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা কৃষক শ্রমিক জনতা লীগের

   ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পি.এম.
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।

শনিবার (২৭ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকেই ১৯৯৯ সালে সখীপুর-বাসাইল উপনির্বাচনের মাধ্যমে কৃষক শ্রমিক জনতা লীগের যাত্রা শুরু। দলটি শুরু থেকেই একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়ে এসেছে।

তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি—যার প্রমাণ দেশবাসী প্রত্যক্ষ করেছে। গত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিদায়ী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো সে ধরনের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি। বরং পূর্ববর্তী সরকারের সময়কার অনিয়ম ও সংকটের ধারাবাহিকতা বজায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে জান-মাল ও সম্পদের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। আইনের শাসন মারাত্মকভাবে অবনতির দিকে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। নির্বাচন সামনে রেখে সঠিক উদ্যোগ নেওয়ার পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হচ্ছে।

এমন বাস্তবতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশা করা কঠিন বলেও উল্লেখ করা হয়। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।

এসব বিষয় বিবেচনায় নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা