আবদুস সালাম
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আজ কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের স্বার্থে। জনগণ তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বলেই তিনি আজ শুধু একটি দলের নেতা নন, একজন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সূর্য উঠবেই অন্ধকারের দেওয়াল ভাঙবে গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনো নেতা নন, বরং সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করতে সক্ষম একজন দায়িত্বশীল নেতৃত্ব। নানা চাপ, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার রাজনৈতিক প্রজ্ঞারই প্রমাণ।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে পরিবর্তনের সূচনা করেছিলেন, আজ জনগণ বিশ্বাস করে তারেক রহমান সেই পরিবর্তনের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন। সে কারণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখছে।
গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দেশ এখনো পুরোপুরি গণতান্ত্রিক পথে ফেরেনি। এই সংকটময় সময় পার করতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার ইথুন বাবু, শিবা শানু সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
ভিওডি বাংলা/ এএইচএস/ আ







