• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বুড়িগঙ্গা

বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই লস্করের মরদেহ উদ্ধার

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পি.এম.
বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবি। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ‘কাশফা স্নেহা’ নামের একটি বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডুবে যাওয়া বাল্কহেডটির ইঞ্জিন রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী এলাকার আমির হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডটির লস্কর ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আফসার ফিলিং স্টেশনের সামনে বুড়িগঙ্গা নদীতে মাটি বোঝাই ‘কাশফা স্নেহা’ বাল্কহেডটি নোঙর করা ছিল। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ বাল্কহেডটির কেবিন অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে বাল্কহেডটি নদীতে তলিয়ে যায়।

এ সময় বাল্কহেডের ওপর থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। দুর্ঘটনার পর লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার দিকে চলে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যার দিকে বাল্কহেডটির ইঞ্জিন রুমের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাল্কহেডের চালক নান্নু মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান বাল্কহেডটি দ্রুত ডুবে যাচ্ছে। কাচের জানালা ভেঙে তিনি ও আরও দুইজন কোনোমতে বের হতে পারলেও বাকি দুজন ভেতরেই আটকা পড়েন।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক কামরুল হাসান জানান, লঞ্চের ধাক্কায় ইঞ্জিন রুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। পরে ফ্লোটিং এক্সক্যাভেটরের সাহায্যে প্রবেশপথ ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত ‘সুন্দরবন-১৬’ লঞ্চটি আটক করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য