দেড় যুগ পর বাবার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাবা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর জিয়ারতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করতে এলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়া উদ্যানে সমাধি প্রাঙ্গণে তিনি আসেন। জুমার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।

তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।

তারেক রহমান চন্দ্রিমা উদ্যানে আসবেন সকাল ১০টা থেকে সেখানে নেতা-কর্মীদের ভিড় জমতে থাকে। জিয়াউর রহমানের সমাধিস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নেতা-কর্মীরা বিজয় সারণী থেকে ক্রিসেন্ট লেকের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে অভিনন্দন জানায়।
‘বিজয় সারণীতে নেতা-কর্মীদের ভিড়ে গাড়ি আটকা পড়ে’
বাদ জুম্মা দুপুর ২টা ৫২ মিনিটে গুলশান এভিনিউ‘র ১৯৬ বাসা থেকে বেরিয়ে উপস্থিত নেতা-কর্মীদের হাত তুলে শুভেচ্ছা জানানোর পরে বাসে চড়েন তারেক রহমান। নিরাপত্তা বাহিনীর পাহারায় বাসটি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গনে এসে পৌঁছাতে আড়াই ঘন্টারও বেশি সময়ে লাগে। গুলশান থেকে বিজয় সারণীর কাছে পৌঁছালে তারেক রহমানের বহনকরা বাস থমকে যায়। নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেয় এবং তারা শ্লোগান দিতে থাকে ‘তারেক রহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছ’। চারপাশের নিরাপত্তা বেষ্টনীও ভে ঙে যায়। বাসের ভেতর থেকে তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। ১৫ মিনিট গাড়িবহর থেকে ছিলো। পরে সেনা বাহিনীর সদস্যরা এসে কর্মীদের সারিবদ্ধ করার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা মাইকে বলতে থাকে সবাই একটু সহযোগিতা করেন, একটু রাস্তা ফাঁকা করে দেন।
এই পরযায় গাড়ি ধীর গতিতে চলতে থাকে। এরোপ্ল্যান মোড় থেকে ক্রিসেন্ট লেকের ব্রিজ পরযন্ত আধা ঘন্টার বেশি সময় লাগে। জিয়াউর রহমানের কবরে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন ৪টা ৪০ মিনিটে।
‘একান্তে বাবার কবরে কিছুক্ষন’
পরে এক কিছুক্ষন বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন। তখন তারেক রহমান একান্তে ছিলেন এবং একাই মোনাজাত করেন ।
তারেক রহমান মোনাজাতের সময়ে আবেগপ্রবণ হতে দেখা যায় এবং মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুুছতে দেখা যায়।
এই সময়ে নেতারা কিছুটা দূরে ছিলেন।
কবরে ফুল দিয়ে স্মতি সৌধের উদ্দেশ্যে রওনা হন বিকাল ৫টায়।
ক্রিসেন্ট লেকের কাছে সেতুর কাছে তার গাড়ি থামে। সেখানে থেকে তিনি পায়ে হেটে সমাধিস্থলে আসেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষ সড়ক পথে সাভার রওনা হন তারেক রহমান। সেখানে জাতীয় স্মতি সৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা । তবে তিনি সেখানে পৌঁছদত দেরি হওয়ায় তারেক রহমানের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের এই কর্মসূচির পর গুলশানের বাসায় ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গতকাল দুপুরে ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান।
ভিওডি বাংলা/ এমএইচ







