• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণসংবর্ধনার মঞ্চে জনশ্রোত আলিঙ্গন করে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে পূর্বাঞ্চলের গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিপুল জনসমাগম আর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি মঞ্চে আরোহন করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটে পূর্বাঞ্চলের গণসংবর্ধনার মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার আগে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। চারপাশে তখন মানুষের ঢল-স্লোগান, করতালি আর আবেগে মুখর পুরো এলাকা।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে লন্ডন থেকে যাত্রা করা বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে বিমানটি ঢাকায় আসে।

তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক সাক্ষাতের পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানান।

বিমানবন্দর থেকে তিনি লাল-সবুজ রঙের বিএনপির পতাকাসজ্জিত বাসে করে পূর্বাঞ্চলের গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে কুড়িল হয়ে ৩০০ ফিট ও ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত নেতাকর্মী ভিড় জমান। বাসে বসে কিংবা পাশে দাঁড়িয়ে পুরো পথজুড়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পথজুড়ে জনসমাগম সামাল দিতে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নেন। সংবর্ধনাস্থল ঘিরে গড়ে তোলা হয় একাধিক নিরাপত্তা বলয়, বসানো হয় অস্থায়ী চেকপোস্ট ও নজরদারি ব্যবস্থা। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও সক্রিয় থাকতে দেখা যায়। জনসমাগমের চাপ বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিএনপির পতাকার রঙে সাজানো বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি ছিল। বাসের সামনে লেখা ছিল‘সবার আগে বাংলাদেশ’। দীর্ঘ নির্বাসন শেষে তার মাতৃভূমিতে ফেরার দিনে বিমানবন্দর থেকে গণসংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো পথ যেন জনসমুদ্রে পরিণত হয়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে