• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিজনি ওপেনএআই-তে এক বিলিয়ন ডলার বিনিয়োগ

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের বিনোদন জগতের শীর্ষ প্রতিষ্ঠান ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর সঙ্গে ওপেনএআইয়ের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম ‘সোরা’-তে ডিজনির চরিত্র ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। এটি সোরা প্ল্যাটফর্মের জন্য প্রথম বড় ধরনের চরিত্র-লাইসেন্সিং চুক্তি।

চুক্তি অনুযায়ী ব্যবহারকারীরা মিকি ও মিনি মাউস, এরিয়েল, সিনড্রেলা, বেল, ফ্রোজেন, মোয়ানা, টয় স্টোরি এবং মার্ভেল ও লুকাসফিল্মের জনপ্রিয় চরিত্র যেমন ব্ল্যাক প্যান্থার, স্টার ওয়ার্সের ইয়োদা ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। তবে কোনো অভিনেতার মুখ বা কণ্ঠ ব্যবহারের অনুমতি নেই।

ডিজনির সিইও রবার্ট আইগার বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সময় এনেছে। আমরা সৃজনশীলতার পরিসর বাড়াতে চাই এবং শিল্পীদের কাজের সুরক্ষা নিশ্চিত করতে চাই।” ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান জানান, “ডিজনির সঙ্গে অংশীদারিত্ব নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহ দেবে। এআই ও সৃজনশীল শিল্প একসাথে কাজ করতে পারে।”

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য এবং আংশিক একচেটিয়াভাবে প্রযোজ্য। ডিজনি চরিত্র ব্যবহারের নিয়ন্ত্রণ কঠোরভাবে পরিচালনা করবে। এর আগে ডিজনি কিছু এআই টুলের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ করেছিল, যা এই অংশীদারিত্বের গুরুত্ব আরও বাড়িয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে