• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী অনুষ্ঠিত হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলার মূল আকর্ষণ থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।

এবার মেলায় দেশি-বিদেশি মিলিয়ে যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে, যেখানে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীরা ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন, যার দাম ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য থাকবে দু’টি শিশুপার্ক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত