• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাত

এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক

ফেনী প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা ব্যালট বিপ্লব চাইলেও এখন কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের দলীয় প্রতীক বিলুপ্ত করে অন্য দলে একীভূত হচ্ছে। এক-দুটি আসনের লোভে দল বিক্রি করে দেওয়া রাজনৈতিকভাবে অনৈতিক এবং দুঃখজনক। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব, কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ কেউ বুলেট বিপ্লবের পথে হাঁটছে। অন্যায়ের বিপক্ষে এবং ইনসাফের পক্ষে সবাইকে একসঙ্গে লড়তে হবে। হাদি ভাই আমাদের শিখিয়েছেন—আমরা জান দেবো, কিন্তু জুলাই দেবো না।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আন্দোলনকারীদের হত্যা করতে চেয়েছিল, তারা এখনও একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক সংস্কারের যে দাবি তোলা হয়েছে, জীবন গেলেও সেখান থেকে পিছপা হওয়া হবে না। শহীদ ওসমান হাদিকে যারা তুচ্ছ করে বা তার নামও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এই প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কিছু জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব শুরু করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তবে বেনজীর-হারুনদের মতো পরিণতি ভোগ করতে হবে। এখনো হাদি হত্যাকাণ্ডের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকাকে তিনি অশনি সংকেত হিসেবে উল্লেখ করেন।

নবগঠিত গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিকসহ অনেকে।

সভাপতির বক্তব্যে ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্র সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ন্যায়, ইনসাফ ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয়ভীতি দেখানো হোক না কেন, বাংলাদেশ কখনও সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে মাথানত করেনি। তিনি বলেন, “আগামী নির্বাচন হবে হাদি হত্যার বিচার ও সংস্কারের নির্বাচন।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচনে সংস্কার ও নতুন বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে। যারা অর্থ বা কয়েকটি আসনের বিনিময়ে নিজেদের বিক্রি করে, তারা কখনোই রাষ্ট্রের পক্ষের শক্তি হতে পারে না।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের