• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গভীর রাতে শীতার্তদের পাশে রাজারহাট ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পি.এম.
গভীর রাতে রাজারহাট ইউএনও’র শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তীব্র শীতের মধ্যে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক এই কার্যক্রমের নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) গভীর রাতে ইউএনও আল ইমরান নিজে শীতবস্ত্র নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে যান। শীতকষ্টে ভোগা মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করেন। প্রচ- শীতে যাতে কেউ কষ্টে না থাকে এ লক্ষ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইউএনও আল ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গভীর রাতে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি তাদের খোঁজখবর নিতে আসায় তারা মানসিকভাবে সাহস ও স্বস্তি পেয়েছেন। এমন দুঃসময়ে প্রশাসনের পাশে থাকা তাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে।

স্থানীয় বাসিন্দারাও গভীর রাতে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, শীতের রাতে সরাসরি মানুষের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া একটি অত্যন্ত কার্যকর ও মানবিক পদক্ষেপ। এতে প্রকৃত শীতার্তদের কাছে সহায়তা নিশ্চিত হয়।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকায় মানবিকতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, শীতকালজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ